মাধ্যমিকের পরে উচ্চমাধ্যমিক ছাড়া আর কি কি পড়া যায়? চলো জেনে নেওয়া যাক।
পলিটেকনিক
পলিটেকনিক সাধারণত ৩ বছরের ডিপ্লোমা কোর্স।এই কোর্স পাস করার পর জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা যায় ।
অ্যানিমেশনঃ
ভালো নামকরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই কোর্স করলে দ্রুত চাকরি পাওয়া যায়। এটি উচ্চমাধ্যমিকের সাথে সাথেও করা সম্ভব।
আই টি আইঃ
এটি একটি স্কিলভিত্তিক কোর্স। এই কোর্সে বিভিন্ন ট্রেড আছে। কোর্স শেষে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল।
কম্পিউটার ভিত্তিক কোর্স:
এই কোর্সটি সকলের করে রাখা উচিত। সরকারি চাকরি ও বেসরকারি চাকরির জন্য বেসিক কম্পিউটারের কোর্স দরকার পরে। ৬-১২ মাসের এই কোর্সটি হয়ে থাকে। এটি উচ্চমাধ্যমিকের সাথেও করা সম্ভব।
ওয়েব ডিজাইনিং
এই কোর্সে ওয়েবসাইট বানানো সেখানো হয়। এই স্কিলটি যদি কেও আয়ত্তে আনতে পারে তাহলে ভালোরকম ইনকাম সম্ভব। এই কোর্সটি উচ্চমাধ্যমিকের সাথেও করা যায়।