Table of Contents
Madhyamik Geography Suggestion 2024 download as per the madhyamik 2024 new syllabus. Here is Geography suggestion 2024 pdf free download links. Wbbse 10th Geography suggestion as per syllabus and question pattern.
Madhyamik Geography Suggestion 2024:
তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষার সিলেবাস কিছুটা কমানো হয়েছে। তাই নীচে বিস্তারিত যে যে আধ্যায় থেকে প্রশ্ন আসবে তোমরা দেখে নিতে পারো।
West Bengal Board of Secondary Education (WBBSE) Geography Exam 2024:
Examination Name | Wb Madhyamik Exam 2024 |
Subject | Geography |
Topic | Madhyamik Suggestion |
Exam Date | 6th February 2024 (Official Announcement) |
Board | WBBSE |
Tentatively Suggestion Common | 82% |
Madhyamik Geography Syllabus 2024:
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।
- ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র)।
মাধ্যমিক ভূগোল সাজেশন 2024:
১.১বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।
Marks: 02
- পর্যায়ন কী?
- ক্ষয়ীভবন কী?
- বহির্জাত প্রক্রিয়া কী?
- পর্যায়িত নদী কী?
- নগ্নীভবন কী?
Marks: 03
- অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখ।
- বহির্জাত প্রকিয়ার মাধ্যমগুলি লেখ।
- অবরোহণ, আরোহণ ও পর্যায়ন-এই তিনটি প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বিশ্লেষ্ণ কর।
১.২ নদীর বিভিন্ন কাজ (ক্ষয়, বহন, অবক্ষেপণ ও ভূমিরূপ)
Marks: 02
- নদী অববাহিকা কী?
- খাঁড়ি কী?
- ইয়াজু নদী কী?
- ধারণ অববাহিকা কী?
- ষষ্ঠ খাতের সূত্র কী?
- প্রপাত কূপ কী?
- নদীর ক্ষয়ের শেষ সীমা কী?
- জলচক্র কী?
- জলবিভাজিকা কী?
Marks: 03
- গিরিখ্যাত ও ক্যানিয়নের পার্থক্য লেখ।
- জলপ্রপাত সৃষ্টির কারণ লেখ।
- নদীর বহন কার্যের প্রক্রিয়া লেখ।
- নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির আনুকূল পরিবেশ আলোচনা কর।
- বন্দীপের শ্রেণিবিভাগ কর।
- পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য লেখ।
- কী কী প্রক্রিয়ায় নদী ক্ষয়কাজ করে?
- পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনী পার্থক্য লেখ।
Marks: 05
- নদীর সঞ্চয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।
- পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা-পদ্মা-মেঘনা নদীর উপর কীভাবে প্রভাব ফেলেছে?
- নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।
১.৩ হিমাবাহের কাজ ও টার দ্বারা সৃষ্ট ভূমিরূপ
Marks: 02
- এসকার কী?
- আগামুখ
- হিমশৈল কী?
- প্যাটারনস্টার হ্রদ কী?
- বার্গস্রুন্ড কী?
- ক্রেভাস কী?
- নুনাটাকস কী?
- হিমরেখা কী?
Marks: 03
- রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য নিরূপণ করো।
- হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি লেখ।
- গ্রাবরেখার শ্রেণিবিভাগ করো।
- “অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হ্য”-ব্যাখা কর
- নদী উপত্যাকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ।
- মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য লেখ।
Marks: 05
- হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বিবরণ দাও।
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।
১.৪ বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপসমূহ
Marks: 02
- লোয়েশ কী?
- মরূদ্যান কী?
- অপসারণ সৃষ্ট গর্ত কী
- বার্খান কী?
Marks: 03
- জিউগেন ও ইয়ার্দাঙের পার্থক্য লেখ।
- মরুভূমি সম্প্রদায়ের প্রতিরোধের উপায় কী?
- বার্খান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখ।
- পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখ।
- মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন?
Marks: 05
- মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজে সৃষ্ট ভূমিরূপ আলোচনা কর।
- বায়ুর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।
৫.২ ভারতের ভূ-প্রকৃতি
Marks: 02
- তাল কী?
- কয়াল কী?
- মরুস্থলী কী?
- মালনাদ কী?
- ময়দান কী?
- পূর্বাচল কী?
- দুন কী?
- তরাই কী?
Marks: 03
- পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখ।
- থর মরুভূমির সৃষ্টির কারণ লেখ।
- পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখ।
Marks: 05
১। পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও।
২। পূর্ব হিমালয়ের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখ।
৫.৩ ভারতের জলসম্পদ
Marks: 02
১। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন?
২। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখ।
৩। অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব লেখ।
Marks: 03
- বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি লেখ।
- “পশ্চিমবাহিনী নদী মোহনার বদ্বীপ গড়ে ওঠেনি” – ব্যাখা কর।
- বহুমুখী নদী উপত্যাকা পরিকল্পনা কী? উদ্দেশ্য লেখ।
Marks: 05
- ভারতের জলসেচের পদ্ধতিগুলি লেখ।
- উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদনদীর ভূপ্রাকৃতিক বৈশিষ্টের পার্থক্য লেখ।
৫.৪ ভারতের জলবায়ু
Marks: 02
- আঁধি কী?
- জেট স্ট্রীম কী?
- ভারতের তিনটি বন্যাপ্রবণ ও তিনটি খরাপ্রবণ অঞ্চলের নাম বলো।
- আশ্বিনের ঝড় কী?
- মৌসুমি বিস্ফোরণ কী?
- পশ্চিমী ঝঞ্জা কী?
- লু কী?
- কালবৈশাখী কী?
- মোনেক্স কী?
- আম্লুবৃষ্টি কী?
Marks: 03
- মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখ।
- করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
- ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব কী?
- ভারতে শীতকাল শুস্ক কেন?
Marks: 05
১। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখ।
২। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক পরিচয় দাও।
৫.৫ ভারতের মৃত্তিকা
Marks: 02
১। কারেওয়া কী?
২। ঝুম চাষ কী?
৩। অপভূমি কী?
৪। শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কী?
Marks: 03
১। ভাঙ্গর ও খাদারের পার্থক্য লেখ।
২। মাটি সংরক্ষণের উপায়গুলি লেখ?
Marks: 05
১। মাটির শ্রেণিবিভাগ করে যে কোনো দুটি প্রাকারের বিবরণ দাও।
৫.৬
মান ২ Marks: 02
- লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য কী?
- আল্পীয় উদ্ভিদ কী?
- যৌথ বন ব্যবস্থা কী?
মান ৩ Marks: 03
- অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন?
- ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরন্যের পার্থক্য।
- কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য লেখ।
Marks: 05
১। ভারতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করে যেকোনো দুটির বিবরণ দাও।
৫.৭ ভারতের স্বাভাবিক উদ্ভিদ
Marks: 02
- কৃষিকাজ কী?
- শস্যাবর্তন কৃষি কী?
- বাগিচা ফসল কী?
- ইন্টার কালচার কী?
- জায়িদ শস্য কী?
- অর্থকারী ফসল কী?
Marks: 03
- ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখ।
- পাঞ্জাব-হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ কী?
- খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ।
Marks: 05
- ইক্ষু চাষের অনুকূল পরিবেশ লেখ।
- কার্পাস চাষের অনুকূল পরিবেশ বর্ণনা কর।
- গম চাষের অনুকূল পরিবেশ লেখ।
- ধান চাষের অনুকূল পরিবেশে আলোচনা কর।
- কফি চাষের অনুকূল পরিবেশ লেখ।
৫.৮ ভারতের শিল্প
Marks: 02
- হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী?
- আমেদাবাদ ভারতের ম্যাঞ্চেস্টার কেন?
- তথ্য প্রযুক্তি শিল্প কী?
- ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী?
- অনুসারী শিল্প কী?
- দুর্গাপুর ভারতের রূঢ় কেন?
Marks: 03
- পেট্রোরসায়ন শিল্প ‘উদীয়মান শিল্প’ কেন?
- শিল্প স্থাপনে পরিবহনের ভূমিকা কী?
- কার্পাস শিল্পকে শেকড় আলগা শিল্প বলে কেন?
Marks: 05
- পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ কী?
- পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একদেশীভবনের কারণ কী?
- পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কী?
৫.৯ ভারতের জলবায়ু
Marks: 02
- স্থিতিশীল উন্নয়ন কী?
- কাম্য জনসংখ্যা কী?
- জন্মহার কী?
- মৃত্যুহার কী?
- জনবিস্ফোরণ কী?
- শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
Marks: 03
১। শহর বা নগর গড়ে ওঠার কারণ কী?
২। ভারতে নগরায়ণের সমস্যা লেখ।
Marks: 05
১। ভারতে জনসংখ্যা বণ্টনের ভারতম্যের কারণ কী?
৫.১০ ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
Marks: 02
- পোতাশ্রয় কী?
- পুনঃরপ্তানি বন্দর কী?
- ইন্টারনেটের গুরুত্ব কী?
- যোগাযোগ কী?
- শিপিং লাইন ও শিপিং লেন কী?
Marks: 03
- পরিবহণ ব্যবস্থার গুরুত্ব কী?
- জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
- পরিবহণ ও যোগাযোগের পার্থক্য কী?
- সড়ক, রেল ও জলপথের তিনটি করে সুবিধা লেখ।
Madhyamik Geography Suggestion 2024 Pdf Download:
Wb 10th Board Geography Suggestion PDF | Download Now |
PDF File Size: | — |
Download WBBSE Books: | Click Here |