মাধ্যমিক রেজাল্ট ২০২২-WB Madhyamik Result 2022

এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? এই প্রশ্নের উত্তর লক্ষ্যাধিক ছাত্র-ছাত্রীরা জানার জন্য উৎসুক হয়ে আছেন। তাই এই পেজে আমারা  মাধ্যমিক রেজাল্ট ২০২২ প্রকাশিত হওয়ার সঠিক তারিখ, রেজাল্ট দেখার পদ্ধতি শেয়ার করলাম। একদম নীচের দিকে আমরা মাধ্যমিক ফলাফল দেখার অফিসিয়ার ওয়েবসাইটগুলির লিঙ্কো শেয়ার করে দিয়েছি।

মাধ্যমিকের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিন সকাল থেকেই ছাত্রছাত্রীরা অনলাইনে তাঁদের রেজাল্ট চেক করতে পারবেন। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, সবমিলিয়ে কত নম্বর পেয়েছে সবকিছুই জানা সম্ভব অনলাইনে।

সাধারনত  প্রতিবছর মে-জুন মাসে রেজাল্ট প্রকাশিত হয়। তবে আমরা সবসময় সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করি। তাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 কবে বেরোবে? এই সম্পর্কে পর্ষদ কি বলেছে সেটা সকলের জানা প্রয়োজন।

এই সোমবার পর্ষদ ঘোষণা করেছে, মাধ্যমিকের রেজাল্ট আগামী ৩রা জুন ২০২২(শুক্রবার) সকাল ১০টার সময় অনলাইনে বার হবে। ওই দিনই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে।

অতএব, আমরা বলতে পারি 03/06/2022 ফলাফল প্রকাশিত হচ্ছে একদম ফাইনালভাবে। নীচে রেজাল্ট দেখার বিভিন্ন লিঙ্ক রেখে দিয়েছি।

পর্ষদ তাঁদের সুপ্রিমকোর্টের কথা অনুয়ারি এবছর মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করছে। ৯০ দিনেরও কম সময়ে এবার রেজাল্ট প্রকাশিত হচ্ছে।

 

মাধ্যমিক রেজাল্ট ২০২২-Madhyamik Result 2022

Exam Name:

Wb Madhyamik Examination

Board Name:

Wbbse

Exam Date:

7th March-16th March 2022

Result Date:

3th June 2022(Official Announced)

Academic Year:

2022-2023

Result Mode:

Online + Offline

Official Website:

https://wbbse.wb.gov.in/

 

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে?

অনেকই থাকেন তাঁদের প্রশ্ন থাকে আমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি করে দেখবো? তাই সেইসমস্ত প্রশ্নের উত্তর পেতে নীচের পদ্ধতিগুলি দেখে নিন। অনেক পদ্ধতি আছে যেগুলির মাধ্যমে আপনারা মাধ্যমিকের ফলাফল চেক করতে পারবেন। এক এক করে সুন্দরভাবে আমরা নীচে শেয়ার করলাম। আশা করছি সব পদ্ধতিগুলি আপনাদের কাজে আসবে।

অনলাইন ওয়েবসাইট/পোর্টালের  মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতিঃ 

  1. প্রথমে পর্ষদের অফিশিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।(Website: wbresults.nic.in )
  2. এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন “Latest Announcement” লেখা একটি অংশ। যেখানে “Madhyamik Pariksha (SE) Results- Year 2022” লেখা আরও একটি অংশ আছে সেই লেখার উপর ক্লিক করুন।
  3. এরপরে আরও একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজে “জন্মতারিখ” এবং “রেজিস্ট্রেশন নং” লিখতে হবে।
  4. এরপর “DOB” এবং “Registration Number” ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে ভুল না হয়।
  5. এরপরে ‘Submit’ বাটনে ক্লিক করলেই মাধ্যমিক 2022 রেজাল্ট দেখা যাবে।

WB Madhyamik Result 2022

মোবাইল SMS মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতিঃ 

অনেক সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক থাকেনা তাই তাদের জন্য এই SMS পদ্ধতিটি বেশ উপকারী। তবে এখানে ড়েজলাট দেখার জন্য সিম কোম্পাণী ম্যাসেজ চার্জ কাটে।

আমার এই পদ্ধতিটি ঠিক অতোটা ভালো লাগেনা। কারণ এটি একটু ধীর গতির তারপরে পরে আবার এটি ফ্রি নয়।

যাইহোক নীচে আপনাদের জন্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আপনারা নীচের পদ্ধতিতে রেজাল্ট দেখার নিয়মটি দেখে নিন।

পদ্ধতিঃ 

  1. ফোন থেকে লিখতে হবে “WB10<space>Roll. No.” এবং এটি পাঠাতে হবে 5676750 এর নম্বরে।
  2. এরপরেই যে নম্বর থেকে ম্যাসেজ পাঠানো হয়েছে সেই নম্বরে SMS মাধ্যমে রেজাল্ট চলে আসবে।

 

বিভিন্ন ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট ২০২২

মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট অনেকগুলি আছে যেগুলির সাহায্যে সহজেই রেজাল্ট দেখা সম্ভব। নীচে আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট/পোর্টালের লিঙ্ক দিলাম যেগুলির সাহায্যে আপনারা সহজেই রেজাল্ট দেখতে পারবেন। নীচের সাইটগুলির উপর ক্লিক করেও সেইসব সাইটে প্রবেশ করতে পাড়বেন।

  1. www.wbbse.wb.gov.in
  2. www.schools9.com
  3. http://wbresults.nic.in
  4. www.jagranjosh.com
  5. www.exametc.com
  6. www.vidyavision.com
  7. http://abpananda.abplive.in
  8. www.news18bangla.com
  9. Bangla.hindustantimes.com
  10. www.anandabazar.com
  11. www.indiaresults.com
  12. www.fastresult.in
  13. www.results.shiksha
  14. www.indiatoday.in/education-today

 

Direct Link For 2022 Madhyamik Result:

সকলেই যাতে একটুও সময় নষ্ট না হয় মাধ্যমিকের রেজাল্ট চেক করার সময় সেজন্য আমরা নীচে একটি লিঙ্ক দিয়ে দিলাম যেখানে আপনারা ক্লিক করেই একটি পেজে প্রবেশ করতে পারবেন। যেখানে আপনারা নিজেদের “জন্মতারিখ” এবং “রেজিস্ট্রেশন নং” লিখে সহজেই নিজেদের দুই হাজার বাইশ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন।

Madhyamik Result Online 2022

Click Here

1 thought on “মাধ্যমিক রেজাল্ট ২০২২-WB Madhyamik Result 2022”

Leave a Comment